আমেরিকার একদল বিজ্ঞানী পুড়ো এক বছর গবেষণা করে দেখেছেন যে, নামাজ পড়া হার্টের জন্য ভালো। গবেষণাটি চালানো হয় ডিউক বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে। গবেষণাটি করা হয় এপ্রিল ১৯৯৭ থেকে এপ্রিল ১৯৯৮ পর্যন্ত। তারা মোট ১৫০ জন রোগীর এনজিওপ্লাস্টি করেছেন। এনজিওপ্লাস্টি করার পর দেখেছেন যারা নামাজ পড়েন না তাদের তুলনায় যারা নামাজ পড়েন তাদের হার্টের অবস্থা খুবই ভালো।