সড়ক পথ

বিশ্বের সবচেয়ে বিপদজনক The North Yungas Road সড়কটি রয়েছে বলিভিয়ায়। সড়কটিকে মৃত্যু-সড়ক(Road of Death) বলা হয়। সড়কটি ৬০ কি: মি: দীর্ঘ এবং সমুদ্রপিষ্ট থেকে সর্বোচ্চ ৪৬৪০ মিটার উঁচুতে অবস্হিত। রোডটি অত্যন্ত সরু, কর্দমাক্ত, কুয়াশাচ্ছন্ন এবং ১০০০ মিটারের অধিক স্হান রেলিংবিহীন যা অত্যন্ত পিচ্ছিল। এই সড়কে গড়ে প্রতি সপ্তাহেই ছোট-বড় সড়ক দুর্ঘটনা ঘটে থাকে এবং প্রতি বছর ২০০-৩০০ যাত্রী দুর্ঘটনায় মারা যান। তারপরও ঐ এলাকায় বাস-ট্রাক সহ সব ধরনের যানবাহন চলাচলের একমাত্র সড়ক এটি।

Guoliang Tunnel in Taihang mountains (China) অত্যন্ত বিপদজনক আরেকটি সড়ক। সড়কটি চালকের সামান্যতম কোন ভুলকে পিছে ফেরার সুযোগ দেয় না। ১২ ফুট চওড়া সড়কটির ৩০টি বিপদজনক মোড় রয়েছে।


রেলপথ

রেল যোগাযোগে সবচেয়ে বিপদজনক ও ঝুকিপূর্ন রুট হিসাবে ধরা হয়ে থাকে Alaska - White Pass & Yukon কে। ২০ মাইল দীর্ঘ এই রেলপথটি ১৮৯৮ সালে তৈরী করা হয়। পাহাড়ের উপরে কিনারা ঘেষে আর জঙ্গলময় পরিবেশের এই রেলরুট পর্যটকদের অন্যতম আকর্ষন।

আরেকটি অত্যন্ত ঝুকিপূর্ন রেলরুট রয়েছে আর্জেন্টিনায়। আর্জেন্টিনা-চিলি বর্ডার রুটের এই রেল যোগাযোগকে স্বাভাবিক ব্যাবস্হাপনা ধরা হয় না। কারন এই রেল যোগাযোগে রয়েছে ২১ টি পাহাড়ী টানেল, ৫০ ফুট অধিক উচ্চতার ১৩টি অতি দুর্বল ও খোলা ব্রীজ।

পায়ে হাঁটা পথ

বিশ্বের সবচেয়ে বিপদজনক পায়ে হাঁটা পথটি El Caminito del Rey/The King’s Little Pathway যা স্পেনের দুর্গম পর্বতে অবস্হিত। ১৯০৫ সালে এই পথটি তৈরী করা হয়। ভূমি থেকে ২৩০০ ফুট উচু পর্বতে একেবেকে বেয়ে উঠেছে এই পথ। মাত্র ৩ ফিট প্রশস্হ পথ যার নেই কোন রেলিং, অধিকাংশ জায়গা ভেঙ্গে গেছে। দৈর্ঘ্যে ৩ কি: মি: এই দুর্গম পথ। সামান্যতম অসতর্কতায় ঘটতে পারে মৃত্যু। ২০০০ সালে ৪ জন আরোহী এখানে দুর্ঘটনায় এক সাথে মারা যাওয়ায় পর থেকে এই পথটি বন্ধ রয়েছে। সংস্কারের কাজ চলছে। ২০১২ সালে আবারও পথটি খুলে দেয়া হবে বলে ঘোষনায় বলা হয়েছে।


বিপদজনক আরেকটা পায়ে হাটা পথ রয়েছে চীনে। এটি Huashan পর্বতে ওঠার পথ। পর্বতটিতে ওঠার তিনটি স্তর রয়েছে। এর মধ্যে Sunrise Peak( East Peak), Lotus Flower Peak( West Peak), Falling Goose Peak( South Peak) এই জায়গা তিনটি পর্যটকদের অন্যতম আকর্ষন। পর্বতের সংকীর্ন পথ বেয়ে এখানে চলা অত্যন্ত ঝুকিপূর্ন। পদে পদে রয়েছে বিপদ। একটু অসতর্কতায় ঘটতে পারে মৃত্যু। তারপরও এই এ্যাডভেন্চার বারবারই পর্যটকদের টেনে নিয়ে যায় সেখানে। তাইতো ক্যাবলকারের ব্যাবস্হা থাকা সত্ত্বেও অনেকে দুর্গম ও বিপদজনক এই পথ বেয়ে পর্বতে ওঠেন এ্যাডভেন্চারের জন্য।